ঢালিউড সুপারস্টার শাকিব খান এই মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছেন তার নতুন সিনেমা "তাণ্ডব" এর শুটিংয়ে। পরিচালক রায়হান রাফী’র পরিচালনায় এই সিনেমাটি মুক্তি পাবে কুরবানির ঈদের দিনে। কিন্তু সিনেমার কাজের ফাঁকে শাকিব খান একটি বিশেষ উপলক্ষ্যে তার শ্রদ্ধা জানিয়েছেন আন্তর্জাতিক শ্রমিক দিবস।
আজ বৃহস্পতিবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবসের দিনে শাকিব খান তার সোশ্যাল মিডিয়ায় পর্দার আড়ালে থাকা অজানা নায়কদের অবদান তুলে ধরেন। তিনি বলেন, দিন-রাত পর্দার আড়ালে থাকা কিছু মানুষ শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান। তারা কখনো ক্যামেরার সামনে আসেন না, কিন্তু তাদের নিঃশব্দ পরিশ্রমেই একটি চলচ্চিত্রের সফলতা নিহিত থাকে।
শাকিব বলেন, শুটিংয়ের প্রতিটি ধাপে এই অদৃশ্য শ্রমিকদের ভূমিকা অপরিসীম। প্রযোজক, পরিচালক, অথবা অভিনেতা-অভিনেত্রীদের কাজের পাশাপাশি লাইট বসানো, সেট তৈরি করা, খাবার পরিবেশন করা, এমনকি অভিনয়শিল্পীদের বসার চেয়ার এগিয়ে দেওয়া সব কিছুতেই তাদের অবদান রয়েছে। তারা আমাদের যেকোনো কাজকে সুন্দর এবং স্বাচ্ছন্দ্যময় করে তোলেন, তিনি বলেন।
শাকিব খান তার পোস্টে আরও লিখেছেন, শুটিংয়ের পর্দার পেছনে থাকা এসব মানুষদের প্রতি আজকের দিনে শ্রদ্ধা জানাই। তাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া কোনো চলচ্চিত্রই সফলভাবে বাস্তবায়িত হতে পারে না। তিনি শুধু চলচ্চিত্রের কর্মীদেরই নয় বরং, পৃথিবীর প্রতিটি শ্রেণি-পেশার পরিশ্রমী মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন যারা তাদের নীরব শ্রম দিয়ে আমাদের জীবন সুন্দর করে তুলছেন।
বর্তমানে শাকিব খানের সর্বশেষ সিনেমা ‘বরবাদ’ এখনো প্রেক্ষাগৃহে চলছে, যা গেলো রোজার ঈদে মুক্তি পেয়েছিল। দেশের পাশাপাশি বিদেশেও সিনেমাটি মুক্তি পেয়েছে এবং দর্শকদের ভালোবাসা পাচ্ছে। তবে শাকিবের পরবর্তী সিনেমা ‘তাণ্ডব’ এর জন্য তার ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আসন্ন কুরবানির ঈদে মুক্তি পেতে যাওয়া এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন ছোট পর্দার জনপ্রিয় মুখ সাবিলা নূর।
এসকে//