আন্তর্জাতিক

নিয়ন্ত্রণে আসছে না ইসরাইলে দাবানল

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: রয়টার্স

জেরুজালেমের বনাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যার পর আগুনের দাপট আরও বেড়ে যায়, এতে পুড়ে গেছে প্রায় ২ হাজার ৯০০ একর এলাকা।

ইসরাইলের ফায়ার সার্ভিস জানিয়েছে, ফায়ার ফাইটারের ১৬৩ জনের একটি দল স্থল থেকে এবং আকাশ থেকে ১২টি বিমান আগুন নেভানোর চেষ্টা করছে। তবে প্রচেষ্টা সত্ত্বেও আগুন আরও ছড়িয়ে পড়েছে লাটরান, নেভে শালম, এসটাওল, মেভো হারোন, বেইত মেইর, মেসিলাত সিয়োন এবং শাহার গাহাইয়ের গ্যাস স্টেশনের আশপাশে।

দাবানলে অন্তত এক ডজন মানুষ আহত হয়েছেন, তবে কারোর অবস্থা গুরুতর নয়। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে জেরুজালেমের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের প্রধান শমুলিক ফ্রিডম্যান একে ইসরাইলের ইতিহাসের সবচেয়ে বড় দাবানলের একটি হিসেবে উল্লেখ করেছেন।

তিনি জানান, আগুন প্রথম শুরু হয় সকালে বেইত শেমেশ এলাকার কাছে মেসিলাত সিয়োনে। বাতাসের তীব্র গতিতে (ঘণ্টায় ৯০ থেকে ১০০ কি.মি)আগুন ছড়িয়ে পড়ার পেছনে বড় ভূমিকা রেখেছে।

এখনও আগুনের উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শুরু না হলেও ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা ‘শিন বেত’ সন্দেহ করছে, কিছু জায়গায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়ে থাকতে পারে। সন্দেহভাজনদের চিহ্নিত করতে তদন্ত চলছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন জেরুজালেম | ইসরাইল | দাবানল