পটুয়াখালীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির পটুয়াখালী নেত্রী জিনাত জাহানের সাথে পুলিশের অসদাচরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার (২ জুন) জিনাত জাহান পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। পরে রাতেই অভিযুক্ত পুলিশ কনস্টেবল জয় দাস ও আবু বকরকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাজাদুল ইসলাম স্বজল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার (০১ জুন) বিকেল তিনি মোবাইল সিম চুরি সংক্রান্ত একটি সমস্যার কারণে পটুয়াখালী সদর থানায় যান। এ সময় থানায় উপস্থিত দুই পুলিশ সদস্য আবু বকর ও জয় দাসকে জানালে তারা তার কাছে রাজনৈতিক পরিচয় জানতে চান।
জিনাত বলেন, তিনি জাতীয় নাগরিক পার্টির একজন সদস্য। এ পরিচয় জানার পর ওই পুলিশ সদস্যরা দলের নাম বিকৃত করে উপহাস করেন এবং এন সিপি নেতৃবৃন্দ সম্পর্কে কটূক্তি করেন।
জিনাত অভিযোগ করেন, তারা দীর্ঘ সময় তাকে বসিয়ে রাখেন। বারবার অনুরোধের পরও কোনও সহযোগিতা এবং বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেননি। পরে এসআই ইসরাইল ঘটনাস্থলে এসে তার সমস্যার সমাধান করেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য পাঠাতে বলেন।
অতিরিক্ত পুলিশ সুপার সাজাদুল জানান, ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে আমরা বিষয়টি তদন্ত করি। অপেশাদার আচরণের কারণে অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
এসকে//