আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি আগ্রাসন থামছেই না,নিহত আরও ৪০

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় মৃত্যু এখন যেন এখন নিত্যদিনের সঙ্গী। ইসরাইলির অব্যাহত হামলায় আবারও প্রাণ হারাল আরও ৪০ জন ফিলিস্তিনি। এ ছাড়া নতুন করে আহত হয়েছে আরও দুই শতাধিক মানুষ।

মঙ্গলবার (০৩ জুন) তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। 

প্রতিবেদনে জানানো হয়েছে, গেল বছরের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের ধারাবাহিকতায় এ পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন ৫৪ হাজার ৫১০ জনের বেশি মানুষ। সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে পৌঁছেছে ৪০টি মৃতদেহ। একই সময়ে আহত হয়েছেন আরও ২০৮ জন। যাদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় আছেন। এখন পর্যন্ত এই সংঘর্ষে আহতের মোট সংখ্যা পৌঁছেছে ১ লাখ ২৪ হাজার ৯০০ জনের বেশি।

ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা বহু মানুষ এখনও উদ্ধারের অপেক্ষায়। যুদ্ধের ভয়াবহতায় কিছু এলাকায় উদ্ধারকারী দল পৌঁছাতেই পারছে না। নিরাপত্তা ও চলমান আক্রমণের কারণে রাস্তায় পড়ে থাকা মরদেহ পর্যন্ত সরিয়ে নেয়া যাচ্ছে না।

চলতি বছরের জানুয়ারিতে সংঘাত বন্ধে স্বল্পকালীন যুদ্ধবিরতি কার্যকর হলেও ১৮ মার্চ তা ভেঙে ইসরাইল ফের ব্যাপক হামলা শুরু করে গাজায়। এরপর থেকেই আকাশপথ ও স্থলপথে চলতে থাকা আগ্রাসনে প্রাণ হারিয়েছেন আরও ৪ হাজার ২০০ জনের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন প্রায় ১৩ হাজার মানুষ।

উল্লেখ্য, গেল বছরের শেষ প্রান্তে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজা অঞ্চলে সংঘটিত সম্ভাব্য মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। 

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজা #ইসরাইল