দিনাজপুরে বিরল সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এসময় ঘটনার জেরে বিক্ষুব্ধ গ্রামবাসীর হাতে আটক দুই ভারতীয়কে ফেরত দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২ মে) রাতে বিজিবি-বিএসএফের এক পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের নাগরিক বিনিময়ের ঘটনা ঘটে।
এর আগে আজ দুপুরে বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান কাটার সময় মাসুদ ও এনামুল নামের দুই কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ।
পরে দুই ভারতীয় নাগরিক সেচ যন্ত্রের পানি পান করতে আসলে, তাদের ধরে এনে আটকে রেখে বিজিবিকে খবর দেয় ক্ষুব্ধ গ্রামবাসী। আটক দুই ভারতীয় নাগরিক হলেন- অবিনাশ টুডু ও ফিলিপ সরেন। প্রাথমিকভাবে তাদেরকে কারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়।
আই/এ