বিনোদন

আগুনে দগ্ধ হয়ে সংগীতশিল্পীর মৃত্যু

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

নিজের বাড়িতে আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন মার্কিন সংগীতশিল্পী এবং গীতিকার জিল সোবুল।  শুক্রবার (১ মে) মিনেসোটা রাজ্যে ৬৬ বছর বয়সে তিনি মারা যান। জিল সোবুল তিন দশকের ক্যারিয়ারে ১২টি অ্যালবাম প্রকাশ করেছে এই কিংবদন্তি। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে জিল সোবুল শুধু একজন গায়িকা ছিলেন না, ছিলেন একজন সমাজকর্মীও।  তার জীবনের বেশিরভাগ সময়েই ন্যায়ের পক্ষে সংগ্রামের মাধ্যমে কাটিয়েছেন।  তার লক্ষ্য ছিল সঙ্গীতের মাধ্যমে পৃথিবীকে আরও সুন্দর করার চেষ্টা করা। 

তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন তার ভক্ত-অনুসারী থেকে শুরু করে তারকারাও।  ব্রিটিশ সংগীতশিল্পী লয়েড কোল লিখেছেন, বেশি কিছু বলতে পারছি না। আমরা সবাই তাকে ভালোবাসতাম, সে-ও আমাদের ভালোবাসত।

১৯৯৫ সালে মুক্তি পাওয়া তার বিখ্যাত গান ‘আই কিসড আ গার্ল’ তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। শুক্রবার এক অনুষ্ঠানে গাওয়ার কথা ছিল তার, কিন্তু তার আগেই তিনি পৃথিবী ছেড়ে বিদায় নিলেন। 

উল্লেখ্য , জিলের একক অ্যালবাম ‘থিংস হেয়ার আর ডিফারেন্ট’ ১৯৯০ সালে প্রথম ও তার সর্বশেষ অ্যালবাম ‘নস্টালজিয়া কিলস’ ২০১৮ সালে মুক্তি পায়।  ১৯৫৯ সালের ১৬ জানুয়ারি কলোরাডোতে জন্মগ্রহণ করা জিল সোবুল সঙ্গীত জগতে এক শক্তিশালী কণ্ঠস্বর ছিলেন। 

 

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন সংগীতশিল্পী ও মানবাধিকার | জিল সোবুল