আকাশ যেন উল্টে দিতে চাইছে তার মনের কথা- দমকা হাওয়ার ছোঁয়া, বিদ্যুতের ঝলকানি আর অস্থায়ী বৃষ্টির রঙে রঙিন হতে চলেছে রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রায় সব অঞ্চল। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, বৃষ্টি আর বজ্রের এই মায়াবী খেলা চলতে পারে আরও কয়েক দিন, সেই সঙ্গে তাপমাত্রার পারদও একটু একটু করে ওপরে উঠবে।
শনিবার (৩ মে) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেয়া পূর্বাভাসে জানানো হয়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে এ বৃষ্টি ও বজ্রের সম্ভাবনা তৈরি হয়েছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বইতে পারে, সঙ্গে বিদ্যুতের ঝলকানি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
রোববার (৪ মে) সকাল থেকে রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা থাকবে। তখন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
সোমবার (৫ মে), মঙ্গলবার (৬ মে) এবং বুধবার (৭ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসও একই রকম: দেশের প্রায় সব বিভাগে দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া, বিদ্যুতের ঝলকানি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, আর তাপমাত্রা হয় সামান্য বাড়বে বা থাকবে একই জায়গায়।
আবহাওয়া অফিস জানায়, আগামী পাঁচ দিনের মধ্যে দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে, তাই সামনে গ্রীষ্মের সাথে সাথে উষ্ণতারও প্রস্তুতি নিতে হবে।
এসি//