গাজার রাফায় শনিবার টানেলের ভিতরে বোমা বিস্ফোরণে দুই ইসরাইলি সেনা নিহত হয়েছেন।
রোববার (৪ মে) ইসরাইলের সংবাদমাধ্যম টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিহত সেনারা হলেন, ক্যাপ্টেন নোয়াম র্যাভিড ও স্টাফ সার্জেন্ট ইয়ালি সেরর। এসব নিহত সেনা সামরিক বাহিনীর ইয়ালম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটের সদস্য ছিলেন।
এনএস/