রাজনীতি

হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে হাসনাতকে বহনকারী গাড়ির গ্লাস ভেঙে তিনি কনুইতে আঘাত প্রাপ্ত হয়েছেন।

রোববার (৪ মে) গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ এ হামলার ঘটনা ঘটে। হামলার বিষয়টি হাসনাত নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন।

এদিকে হামলার কিছুক্ষণ পরে এক ফেসবুক পোস্টে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন। কমেন্টে ‌লোকেশন দিচ্ছি।

এর কিছু সময় পরে হাসনাতের ক্ষতিগ্রস্ত গাড়ির ছবি শেয়ার করে তিনি লিখেন, হাসনাত যে গাড়িতে আসছিল....! কত ধারালো অস্ত্র দিয়ে গাড়িতে আঘাত করা হয়েছিল !

এনসিপির আরেক নেতা হান্নান মাসউদ তার পোস্টে লিখেছেন, ‘গাজীপুরের চান্দনায় হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। আশেপাশে যারা আছেন, দ্রুত এগিয়ে আসেন, প্লিজ।

এ বিষয়ে রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে রাতেই সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে দলটি।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন হাসনাত আবদুল্লাহ