দেশজুড়ে

চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের খুরুশকুল ইউনিয়নের মাঝির ঘাট এলাকায় একটি মাছের ঘেরে এক যুবককে চুরির অভিযোগে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তবে নিহত যুবক আলী আকবরের (৩৫) স্বজনদের অভিযোগ তাকে চুরির অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (৫ মে)  দিবাগত রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে।  কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘেরের পরিচালক রাইয়ান কাশেম গণমাধ্যমের কাছে দাবী করেন, নিহত যুবক তাদের ঘেরে মাছ চুরি করতে এসে ধরা পড়ে। এসময় ওই যুবক নৈশ প্রহরীকে দা দিয়ে আঘাত করলে আত্মরক্ষার্থে সেও লাঠির আঘাত করে৷এতে আকবর নামের ওই যুবক নিহত হয়। তবে এলাকাবাসী ও নিহতের পরিবারের অভিযোগ, আকবরকে চুরির অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে।

এদিকে স্থানীয় ইউপি সদস্য জানান, যুবকের মরদেহ উদ্ধার হওয়ার পর আল্লাহওয়ালা হ্যাচারিতে এলাকাবাসী ভাঙচুর চালিয়েছেন। একপর্যায়ে তারা হ্যাচারির পরিচালক রাইয়ান কাশেমের উপরও হামলা করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে।

সদর থানার ওসি ইলিয়াস খান এ ঘটনায় দুজনকে পুলিশ হেফাজতে নেয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন কক্সবাজার | হত্যা