আন্তর্জাতিক

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুদান বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে আর কোনো সরকারি গবেষণা অনুদান পাবে না। এমনটাই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (০৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

সোমবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে পাঠানো এক চিঠিতে যুক্তরাষ্ট্রের শিক্ষা মন্ত্রী লিন্ডা ম্যাকমাহন বলেন, এই শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়টি উচ্চশিক্ষার প্রতি উপহাস করেছে। এখন থেকে আর সরকারি অনুদান প্রাপ্তির জন্য আবেদন করতে পারবে না হার্ভার্ড। ফেডারেল সরকারের পক্ষ থেকেও আর এমন কোনো অনুদান দেওয়া হবে না।

ম্যাকমাহন অভিযোগ করেন, হার্ভার্ড তার আইনি বাধ্যবাধকতা, নৈতিক ও আর্থিক দায়িত্ব, স্বচ্ছতার নীতি এবং একাডেমিক মান বজায় রাখতে ব্যর্থ হয়েছে।

তবে এসব দাবি প্রত্যাখ্যান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হার্ভার্ড প্রেসিডেন্ট গারবার সম্প্রতি দাবি করেন, ‘অনধিকার চাহিদাগুলো দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপর এক নজিরবিহীন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় সরকার।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন যুক্তরাষ্ট্র | হার্ভার্ড | ট্রাম্প