টালিউডের মেধাবী ও জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত। এবার তাকে নতুন রূপে হাজির হতে চলেছেন। অভিনেতা-প্রযোজক হিসেবে দর্শকদের কাছে পরিচিত এই তারকা এবার পরিচালকের ভূমিকায় পা রাখতে যাচ্ছেন। ইতোমধ্যেই তার পরিচালনার খবর আলোচনার শুরু করেছে। তার প্রথম পরিচালিত সিনেমাটি হতে পারে বলিউডের বর্ষীয়ান পরিচালক মহেশ ভাটের ‘আর্থ’ সিনেমার বাংলা রূপান্তর।
ইতোমধ্যে তার পরিচালনায় সিনেমা আসার খবর টালিউডের সিনেমাপ্রেমী মানুষদের মাঝে গুঞ্জন চলছে। তবে যিশুর নতুন সিনেমাটি মহেশ ভাটের ‘আর্থ’ সিনেমার রূপান্তর হবে না বরং, একটি মৌলিক গল্প নিয়ে তৈরি হবে বলে জানিয়েছেন প্রযোজক সৌরভ দাস। তিনি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে জানান, এক নতুন গল্প নিয়ে সিনেমা বানানোর চেষ্টা করছেন যাতে দর্শকদের জন্য নতুন কিছু উপহার দেওয়া যায়।
মহেশ ভাটের ‘আর্থ’ সিনেমাটি সম্পর্কের জটিলতা, বিচ্ছেদ, পরকীয়া এবং ভালোবাসার নানা দিক নিয়ে নির্মিত। শাবানা আজমি, স্মিতা পাটিল, কুলভূষণ খরবান্দা, রাজ কিরণ, রোহিণী হত্যাঙ্গদি এবং দীনা পাঠকের মতো কিংবদন্তি অভিনেতারা এতে অভিনয় করেছিলেন। সিনেমাটির গল্প এবং তার চরিত্রগুলো গভীরভাবে সম্পর্কের আবেগপূর্ণ দিকগুলো তুলে ধরেছিল।
এদিকে যিশু সেনগুপ্তের জীবনেও সম্পর্কের নানা উত্থান-পতন ঘটেছে। দীর্ঘদিন ধরে টালিউডের আদর্শ দম্পতি হিসেবে পরিচিত ছিলেন তিনি এবং তার স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত। তবে এক যুগেরও বেশি সময় পর তাদের বিচ্ছেদ ঘটে। একদিকে যিশু নীলাঞ্জনার সঙ্গে সম্পর্কের অমিলের কারণে আলাদা হয়ে গেছেন, অন্যদিকে তার জীবনে রটনা চলে আসতে থাকে নতুন সম্পর্কের খবর নিয়ে। নীলাঞ্জনার পাশাপাশি সামাজিক মাধ্যমে যিশুর দূরত্ব বেড়েছে বড় মেয়ে সারার সঙ্গেও।
যিশু সেনগুপ্ত সম্প্রতি তার নতুন প্রযোজনা সংস্থা ‘হোয়াই সো সিরিয়াস ফিল্মস’ চালু করেছেন, যা তার পরিচালনার নতুন যাত্রাকে আরও প্রভাবশালী করতে সহায়ক হবে। মহেশ ভাটের সঙ্গে হাত মিলিয়ে এই প্রযোজনা সংস্থায় কাজ করছেন তিনি। তবে যিশুর পরিচালনায় সিনেমা কেমন হবে তা এখনো নিশ্চিত নয়।
সৌরভ দাস জানিয়েছেন, সিনেমার চিত্রনাট্য লেখা শেষ হলে তারা কাস্টিংয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে যেহেতু গল্পের মধ্যে সম্পর্কের জটিলতা এবং জীবনের বাস্তবতা থাকবে, তাই যিশুর সিনেমায় অভিনয় করার জন্য কাদের নেয়া হবে সেই বিষয়টি পড়ে জানানো হবে।
এসকে//