দেশজুড়ে

কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত

বায়ান্ন প্রতিবেদন

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাক থেকে ছিটকে পড়ে ট্রাকের হেলপার সৈকত (২৬) নিহত হয়েছেন।  শনিবার (১০ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনাটি ঘটে ।  

ঘটনাটি কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী রুবেল আনসারি গণমাধ্যমকে বলেন, রাত ২টার দিকে চলন্ত কাভার্ডভ্যান সামনে থাকা আরেকটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়।  এতে ট্রাকের হেলপার ছিটকে পড়ে এবং নিজের ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়।  পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।

তিনি আরও বলেন,  গুরুতর অবস্থায় সেখান থেকে ওই হেল্পারকে হাসপাতালে স্থানান্তর করা হয়। ছেলেটাকে বাঁচানোর জন্য সে নিজেই এক ব্যাগ রক্ত দিয়েছে।  তবে রবিবার (১১ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  গাড়ির চাকা তার কোমরের ওপর দিয়ে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তাকে আর বাঁচানো যায়নি। 

ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

 

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন হেলপার | কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাক থেকে ছিটকে পড়ে