বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন এবং আহতদের উন্নত চিকিৎসার দাবিতে আবারও শাহবাগ অবরোধ করেছে জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা। রোববার (১১ মে) সকাল থেকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন।
আন্দোলনে অংশগ্রহনকারীরা বলেন, কোনও দলের ব্যানারে জুলাইকে হারিয়ে যেতে দিতে চান না তারা। আহতরা বেঁচে থাকতে আওয়ামী লীগ বা তাদের দোসরদের কোনওভাবেই পুনর্বাসন করা হবে না বলেও জানান তারা।
তারা বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের নামে নাটক নয়, আইন প্রয়োগের মাধ্যমে চিরতরে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে।
এছাড়া আন্দোলনকারীরা দাবি তোলেন, রাজপথে অবস্থানকালেই ‘জুলাই সনদ’ ঘোষণা করতে হবে। আহতদের চিকিৎসা নিশ্চয়তা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘোষণা আসা জরুরি বলেও তারা জানান। আহতদের আজীবন চিকিৎসার ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।
এর আগে শনিবার (১০ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়।
এমএ//