মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি বিলাসবহুল বোয়িং বিমান উপহার দিতে যাচ্ছে কাতারের রাজকীয় পরিবার। বোয়িং ৭৪৭-৮ মডেলের বিমানটির আনুমানিক মূল্য ৪০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৫ হাজার কোটি টাকার কাছাকাছি।
ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্সকে একটি সূত্র জানিয়েছে, বিমানটিকে এয়ারফোর্স ওয়ান (প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ) হিসেবে ব্যবহার করা হতে পারে।
এ বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, বিদেশি সরকারের কাছ থেকে পাওয়া যেকোনো উপহার গ্রহণের ক্ষেত্রে সব ধরনের আইন যথাযথভাবে মানা হয়। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন পরিপূর্ণ স্বচ্ছতার প্রতি প্রতিক্ষাবদ্ধ।
আর কাতার সরকারের মুখপাত্র আলী আল আনসারি এক বিবৃতিতে বলেন, এয়ার ফোর্স ওয়ান হিসেবে ব্যবহারের জন্য ট্রাম্প প্রশাসনকে একটি বিমান হস্তান্তরের বিষয়টি নিয়ে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা চলছে। এ বিষয়ে এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।
এনএস/