আন্তর্জাতিক

রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন ভারতের প্রধানমন্ত্রী মোদি

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির পর আজ রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (১২ মে) ভারতীয় সময় রাত ৮টা ও বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ওই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে। ভারতের বিভিন্ন সংবাদসংস্থা খবরটি নিশ্চিত করেছে।

ধারণা করা হচ্ছে, পাকিস্তানে চালানো সামরিক অভিযান, যুদ্ধবিরতি ও সমসাময়িক উত্তেজনা নিয়ে কথা বলতে পারেন তিনি। 

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে গেলো মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে অপারেশন সিঁদুর পরিচালনা করে ভারত। সামরিক ওই অভিযানের লক্ষ্যবস্তু ছিলো পাকিস্তানের অভ্যন্তরে থাকা বিভিন্ন সন্ত্রাসী আস্তানা।  

ওই অপারেশনের বদলা নিতে ভারতে অপারেশন বুনইয়ান–উন–মারসুস পরিচালনা করে পাকিস্তান। কয়েকদিন ধরে হামলা পাল্টা হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে পৌঁছায় দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশ দুটি। 

 

এনএস/  

এ সম্পর্কিত আরও পড়ুন মোদি | ভাষণ