আইন-বিচার

লঞ্চে দুই তরুণীকে মারধর করা নেহালের রিমান্ড মঞ্জুর

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে পিকনিকের লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় গ্রেপ্তার নেহাল আহমেদ জিহাদের (২৪) দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নেহাল মুন্সীগঞ্জ সদর উপজেলার যোগনীঘাট এলাকার মনিরুজ্জামানের ছেলে। সে বৈষম্যবিরোধী আদনোলনের স্থানীয় কর্মী

সোমবার (১২ মে) দুপুরে  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মুন্সিগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কামরুল ইসলাম মিঞা জানান, পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করেছিল। মামলার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত শুক্রবার মুন্সীগঞ্জে যাত্রাবিরতিতে থেমে থাকা লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় মুক্তারপুর নৌপুলিশের এসআই মোহাম্মদ মিলন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মুন্সীগঞ্জ থানায় জিহাদসহ অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় গত শনিবার দুপুরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

 আই/এ

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #মুন্সীগঞ্জ #রিমান্ড