রাজধানীর মতিঝিল এলাকার নটর ডেম কলেজ ক্যাম্পাসের ছাদ থেকে পরে কলেজ ছাত্রের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহতের নাম ধ্রুবব্রত দাস (১৮)। তিনি এইচএসসি দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী ছিলেন এবং এক মাসের মধ্যে ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।
সোমবার (১২ মে) কলেজ ক্যাম্পাসের 'ফাদার টিম' ভবন থেকে পরে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
ধ্রুবের সহপাঠী রাগিব মৃধা বলেন, তারা সবাই একসঙ্গে ফলাফল জানার জন্য ক্যাম্পাসে গিয়েছিলেন। তবে কিভাবে ধ্রুব পড়ে গেছেন, তা কেউ স্পষ্টভাবে দেখতে পারেননি। কিছু শিক্ষার্থীর ধারণা,ধ্রুব সম্ভবত বারান্দা থেকে পড়ে গিয়েছিলেন। সেদিন অনেক শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিলো। তবে ঘটনার সময় উপস্থিত কোনও প্রত্যক্ষদর্শী এখনও সামনে আসেনি।
ধ্রুবের বাবা বাণী ব্রত দাস চঞ্চল বলেন, তারা ওয়ারী জেলার গোপীবাগ এলাকায় থাকেন। তবে তাদের গ্রামের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার মধ্যপাড়া গ্রামে। তিনি বলেন, ছেলেকে নিয়ে এনডিসি গিয়েছিলেন তিনি। কিন্তু তাকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। গেটের বাইরে অপেক্ষা করার সময় তিনি দেখতে পান, শিক্ষার্থীরা তার আহত ছেলেকে রিকশায় তুলে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন।
ওসি ফারুক বলেন, বিকেল ৩:১৫ টার দিকে ছয় তলা ভবনের তৃতীয় তলার বারান্দা থেকে ধ্রুব পড়ে যান। ঘটনা ঘটার পর তার বন্ধুরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসকরা বিকেল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, মতিঝিল থানা-কে মৃতদেহের বিষয়ে অবহিত করা হয়েছে। কিভাবে এমনটি হলো তার তদন্ত করছে এবং কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা অনুসন্ধান করা হবে।
এসকে//