সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন তাজওয়ার হাসনাত ত্বোহা। তিনি রাজধানীর নটরডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন।
রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে পরীক্ষার ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।
জানা যায় তোহা হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ইসলামি একাডেমি অ্যান্ড হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ নিয়ে উত্তীর্ন হন। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও চ্যাম্পিয়ন ছিলেন তিনি।
বঙ্গবন্ধু স্মারক বিজ্ঞান অলিম্পিয়াড-২০২১ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ১ম স্থান অর্জন করেছিলেন তিনি।
এছাড়া জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং ইয়ুথপ্রেনার নেটওয়ার্কের যৌথ আয়োজনে প্রথম জাতীয় বিজ্ঞান উৎসব ২০২১ এ অংশগ্রহণ করে সেকেন্ডারি ক্যাটাগরিতে পদার্থ বিজ্ঞান অলিম্পিয়াডে প্রথম হয়েছে হবিগঞ্জের তাজওয়ার হাসনাত ত্বোহা। এছাড়া রসায়ন অলিম্পিয়াডে দ্বিতীয়, জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াডে প্রথম, ইনফরমেটিক্স অলিম্পিয়াডে প্রথম এবং সাধারণ বিজ্ঞান অলিম্পিয়াডে তৃতীয় হয় ত্বোহা।
ঘোষিত ফল অনুযায়ী, মেধা কোটার ৫ হাজার ৭২টি আসনের মধ্যে এবার পুরুষ শিক্ষার্থী ২ হাজার ১৯৪ জন (৪৩.২৬%) এবং নারী শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৮৭৮ জন (৫৬.৭৪%)। মুক্তিযোদ্ধা কোটায় মোট আসন সংখ্যার ৫ শতাংশ হিসাবে ২৬৯ জন শিক্ষার্থী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য সংরক্ষিত কোটায় ৩৯ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিকেলের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এক লাখ দুই হাজার ৩৬৯ জন। পাস করেছেন ৪৯ হাজার ৯২৩ জন শিক্ষার্থী। পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ।