ব্রাজিল ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন কার্লো আনচেলত্তি। এই ইতালিয়ান কোচ সেলেসাওদের হয়ে ডাগআউটে দাঁড়াবেন, খবরটি অনেক আগে থেকেই গুঞ্জন হিসেবে ছিল। অবশেষে ব্রাজিল দলে অন্তর্ভুক্ত করা হলো আনচেলত্তিকে। তার বেতন-ভাতা সম্পর্কেও চোখ কপালে তোলে সব তথ্য জানা গেছে।
আগামী ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের সঙ্গে চুক্তি করলেন আনচেলত্তি। ব্রাজিলের নির্ধারিত বেতন ছাড়াও আরও সুযোগ-সুবিধা পাবেন তিনি।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আনচেলত্তিকে মাসে প্রায় ৭ লাখ ডলার (প্রায় ৮ কোটি ৫০ লাখ টাকা) দেবে। এই হিসাবে মাসে প্রায় ১০২ কোটি টাকা বাৎসরিক বেতন পাবেন তিনি।
এছাড়াও আনচেলত্তির জন্য থাকছে পারফরম্যান্স বোনাস। ব্রাজিল যদি ২০২৬ বিশ্বকাপ জিততে পারে, তবে বেতনের পাশাপাশি আরও ৫৫ লাখ ডলার (প্রায় ৬৬ কোটি টাকা) বোনাস পাবেন তিনি।
রিয়াল মাদ্রিদের সদ্য সাবেক এই কোচ বাস করবেন রিও ডি জেনিরোতে। তাকে সেখানে দেওয়া হবে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। এছাড়াও একটি প্রাইভেট জেটের সুবিধা, আন্তর্জাতিক স্বাস্থ্য বীমা ও জীবন বীমার সুবিধা পাবেন আনচেলত্তি।
এমএইচ//