আবহাওয়া

জ্বলন্ত শহরে স্বস্তির বৃষ্টি, ৩ দিন ভিজবে দেশ

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

নিভে যাওয়া সূর্যের নিচে হাঁসফাঁস করে ওঠা নগরী যেন একটু হাঁফ ছেড়ে বাঁচল। টানা দাবদাহের পর অবশেষে স্বস্তির পরশ- দেশের বিভিন্ন প্রান্তে নেমেছে বৃষ্টি। তাপের দংশনে ক্লান্ত মানুষের গালে আজ হাওয়া ছুঁয়েছে। তবে এই শীতলতা সাময়িক নয়—আগামী তিনদিনের জন্য দেশের বেশিরভাগ এলাকায় টানা বৃষ্টির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (১৩ মে) সকালে দেয়া পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ। এর প্রভাবে মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা ও সিলেটের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে শিলা বৃষ্টি।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়ে গেছে।

বৃহস্পতিবারের পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশেই দিন ও রাতের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না, তবে বজ্রসহ বৃষ্টি হতে পারে বিভিন্ন বিভাগে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে—বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

অর্থাৎ, প্রকৃতি তার উত্তপ্ত রূপ কিছুটা গুটিয়ে নিচ্ছে, আর ফিরিয়ে দিচ্ছে মেঘে ঢাকা প্রশান্তির দিন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন বৃষ্টি | আবহাওয়া