জাতীয়

পাকিস্তানের হাইকমিশনার হঠাৎ ছুটিতে

পাকিস্তান হাইকমিশনার

ফাইল ছবি

হঠাৎ করেই ছুটিতে গিয়েছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ। রাষ্ট্রদূত ছুটিতে পাকিস্তান গেলেও তার পরিবার বর্তমানে ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।

রোববার (১১ মে) সকালে  ঢাকা ত্যাগ করেন হাইকমিশনার মারুফওইদিনই এক চিঠিতে তার ছুটিতে যাওয়ার বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায় ঢাকার পাকিস্তান হাইকমিশন। আজ মঙ্গলবার (১৪ মে) ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের মুখপাত্র ফাসিউল্লাহ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, সৈয়দ মারুফ ১১ মে থেকে ছুটিতে থাকবেন। মারুফ বাংলাদেশের বাইরে থাকার সময়টাতে ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের উপহাইকমিশনার মুহাম্মদ আসিফ।

পরে পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তান হাইকমিশনে জানতে চায় সৈয়দ মারুফ কত দিন ছুটিতে থাকবেন? কারন চিঠিতে এটি উল্লেখ করা হয়নি। এরপর পাকিস্তান হাইকমিশন অনানুষ্ঠানিকভাবে জানায়, দুই সপ্তাহের ছুটিতে থাকবেন সৈয়দ মারুফ।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ৫ আগস্টের পর ঢাকা-ইসলামাবাদ সম্পর্কে গতি আনার বিষয়ে অত্যন্ত সক্রিয়ভূমিকায় সৈয়দ মারুফকে দেখা যায়। ২০২৩ সালের ডিসেম্বরে ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার হিসেবে কাজ শুরু করেন তিনি।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তানের | হাইকমিশনার | হঠাৎ | ছুটিতে