দেশজুড়ে

দুই মাথা নিয়ে শিশুর জন্ম, দুই ঘন্টা পরে মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে দুই মাথা নিয়ে এক নবজাতক শিশু জন্মগ্রহণ করেছে। জন্মের পর শিশুটির অবস্থা কিছুটা অবনতি হওয়ায় নবজাতক শিশু পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হলে দুপুর সোয়া ১টার সময়  চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। পরে দুপুর দেড়টার দিকে বিস্কুট রাখার একটি বক্সে মৃত শিশুটিকে বাসায় নিয়ে যায় পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (১৩ মে) সকাল সোয়া ১১টার সময় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের অপারেশন থিয়েটারে  অস্ত্রপচারের মাধ্যেমে শিশুটি জন্মগ্রহণ করে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আবুল কাশেম বায়ান্ন টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশুটির পরিবারিরক সূত্রে জানা গেছেচিকিৎসকের পরামর্শে গেলো শনিবার (১০ মে) বিকেলে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের গাইনী ওয়ার্ডে ভর্তি করা হয় প্রসূতি সুরভী আক্তারকে। এর পর চিকিৎসার মাঝে সোমবার (১২ মে) আলট্রাসনোগ্রাম করা হলে চিকিৎসক জানায় দুটি সন্তান রয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ১১টার সময় হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) নেয়া হলে দুই মাথায় নিয়ে ছেলে নবজাতক শিশুটি জন্মগ্রহণ করে। এরপর শিশুটিকে হাসপাতালের নবজাতক পর্যবেক্ষণ কেন্দ্রে অবজারভেশনে রাখে চিকিৎসক।

শিশুটির বাবা চা শ্রমিক মাজেদুল ইসলাম বলেন, গত ২০২২ সালের সেপ্টেম্বরে তাদের বিয়ে হয়। আর এই সন্তানটি তার প্রথম সন্তান। গতকাল আলট্রাসনোগ্রাম করার পর ডাক্তার জানিয়েছিলো দুইটি বাচ্চা আছে। এর পর আজ তার জন্ম হয়। শরীরের সব স্বাভাবিক থাকলেও  মাথা দুইটা ছিলো

এ সময় নবজাতক শিশু পর্যবেক্ষণ কেন্দ্রে দায়িত্বে থাকা চিকিৎসক (শিশু বিশেষজ্ঞ) আবু সায়েম বলেন, সিজারিয়ান সেকশনে অপারেশন হলে দুই মাথার বাচ্চাটির জন্ম হয়। ডেলিভারি সময় পার করে বাচ্চার মা তাদের কাছে এসেছেন। বাচার মায়ের পেটে পানি কম ছিল। 

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা,আবুল কাশেম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটি অবস্থা ক্রিটিক্যাল সহ মায়ের পেটে ময়লা খাওয়ায় অসুস্থ্য হয়ে পড়ে। জন্মের পর আমরা পরীক্ষায় রেখেছি। এর পরে প্রায় সোয়া ১টার সময় মারা যায় শিশুটি

এদিকে, দুই মাথার শিশুর জন্মের খবরটি হাসপাতালে ছড়িয়ে পরলে শিশুটিকে এক ঝলক দেখতে হাসপাতালের নবজাতক শিশু পর্যবেক্ষণ কেন্দ্রের সামনে জমায়েত হয় উৎসুক  জনতা

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন পঞ্চগড় | দুই মাথা