ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে বসানোর দাবিতে দ্বিতীয় দিনেও অবরোধে রয়েছেন বিক্ষুব্ধ জনতা।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ১২টা পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ ডিএসসিসির বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নগর ভবনে প্রবেশ করতে পারেননি। আন্দোলনকারীরা নগর ভবনের সকল গেট বন্ধ করে তালা ঝুলিয়ে দিয়েছেন। এতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ১২ তলা অফিসও বন্ধ রয়েছে। অবরোধের খবরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অফিসে যাননি।
এদিন সকাল থেকে ‘ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ’ ব্যানার নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে বিক্ষোভকারীরা মিছিল করে নগর ভবনের সামনে জড়ো হন। তাদের অবস্থানের কারণে নগর ভবনের আশপাশে এবং প্রবেশপথে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সাধারণ নাগরিকরা সেবা নিতে ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছেন, আর সপ্তাহের শেষ কর্মদিবসে অফিসের কর্মকর্তা-কর্মচারীরাও কাজে প্রবেশে বিঘ্ন পাচ্ছেন।
অবস্থানকারীরা জানান, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথগ্রহণের ব্যবস্থা নেয়া হয়নি।
তারা দাবি করেন, এ টালবাহানার কারণে বাধ্য হয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে ঘোষণা করেন। পরে ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে তার মেয়র হওয়ার আনুষ্ঠানিকতা নিশ্চিত করে। তবে এখনও তার শপথগ্রহণ অনুষ্ঠিত হয়নি।
এসি//