আকাশ যেন আবারও বদলাতে চলেছে মেজাজ। গ্রীষ্মের খরতাপে ক্লান্ত জনজীবনে শীতল পরশ দিতে ফিরছে বৃষ্টি। দেশের সব বিভাগেই আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টিও।
পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত- এই অবস্থায় বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে ঝরতে পারে বৃষ্টি।
আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে বিক্ষিপ্ত শিলাবৃষ্টি। একইসঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হলেও এখনো ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও চাঁদপুর জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু কিছু এলাকায় কমতে পারে।
আসন্ন কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—
আসন্ন কয়েকদিন ধরে দেশের আকাশে বজ্রগর্জন ও বৃষ্টির সুর বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দেশের প্রায় সব বিভাগেই দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও শনিবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, রবিবারও আবহাওয়ার ধরনে খুব একটা পরিবর্তন আসবে না। তবে সোমবার থেকে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। মোটের ওপর, গ্রীষ্মের উত্তাপে কিছুটা স্বস্তির বার্তা নিয়েই হাজির হচ্ছে এ বৃষ্টি।
এসি//