দেশজুড়ে

সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু: ডিএসসিসি

সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ ভ্রাম্যমাণ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করতে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টা থেকে টিএসসি-সংলগ্ন উদ্যানের প্রবেশদ্বার থেকে এ অভিযান শুরু হয়।

ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হচ্ছে। সেসময় ঢাবির এস্টেট ম্যানেজার (ভারপ্রাপ্ত) ফাতেমা বিনতে মুস্তাফাও সেখানে উপস্থিত ছিলেন।  অভিযানে কয়েকশ দোকানপাট ও স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।  যা এখনও চলমান রয়েছে।

গেল মঙ্গলবার (১২ মে) রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহত হন।  এরপর থেকেই উদ্যানের নিরাপত্তা নিয়ে অনেক সমালোচনায় রয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তায় উদ্বেগের পর সরকার উদ্যানে নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে কিছু পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেন।  এর অংশ হিসেবে আজ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উচ্ছেদ অভিযানে অংশ নিচ্ছেন।  প্রত্যক্ষভাবে দেখা গেছে, উদ্যানে থাকা অবৈধ দোকানপাট ও স্থাপনা ভাঙতে চারটি বুলডোজার ব্যবহার করা হচ্ছে। 

এসকে//

এ সম্পর্কিত আরও পড়ুন #ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন #দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ