জাতীয়

৬ বছরে ১২ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া

আবারও বাংলাদেশি শ্রমিকদের জন্য উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। আগামী ৬ বছরে বাংলাদেশ থেকে ১২ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া। এর মধ্যে প্রায় ৫০ হাজার শ্রমিক যাবে বিনা খরচে। এমনটাই আশা করছে অন্তর্বর্তী সরকার। 

বৃহস্পতিবার (১৫ মে) মালয়েশিয়ার পুত্রজয়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল ও মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম চি কেও’র সঙ্গে আয়োজিত যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে শ্রমিক নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। তবে এ ব্যাপারে বেশ কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে দেশটি।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব সারওয়ার আলম গণমাধ্যমকে বলেন, ‘মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। মালয়েশিয়ার শ্রমবাজার খোলার বিষয়ে ইতিবাচক ফলাফল এসেছে। আসছে ২১শে মে ঢাকায় যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, মালয়েশিয়ায় অবৈধ কর্মীদের নিয়মিতকরণের আমরা এ বিষয়ে আশাবাদী। সন্ধ্যায় মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এই বিষয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।’

এর আগে, গেল বছরের ৪ অক্টোবর সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. আনোয়ার ইব্রাহিম। সেসময় প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয় তার।

বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ড. ইউনূস বলেন, ‘মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চাই। দুই দেশই সম্পর্ক এগিয়ে নিতে সম্মত হয়েছে।

ড. মুহাম্মদ ইউনূসকে বন্ধু হিসেবে উল্লেখ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের কর্মীরা আধুনিক দাস নয়। বাংলাদেশের শ্রমিকদের সুরক্ষার বিষয়ে কাজ করছি।‘

প্রসঙ্গত, গেল ১৪ মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, একই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভুঁইয়া ও উপসচিব মো. সারওয়ার আলম সরকারি সফরে মালয়েশিয়া যান। 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #মালয়েশীয়া #বাংলাদেশ শ্রমিক