বিনোদন

ভালো অভিনেতা হতে চাই,তারকা নয় : ইরফান সাজ্জাদ

বিনোদন ডেস্ক

দুই বছর আগে হঠাৎই মিডিয়া থেকে সরে গিয়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।  টিভি নাটকে তার উপস্থিতি কম ছিল সাথে সিনেমাতেও তার নতুন কোনও কাজের খবর ছিল না।  সেই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করছিলেন তিনি।  যেখানে তিনি লিখেছিলেন, আই অ্যাম ইন লাভ উইথ দিস ক্যারেক্টার।  তিনি জানান, বিপ্লব হায়দারের পরিচালনায় সিনেমা ‘আলী’ তে অভিনয় করছেন, যা আসছে ঈদে মুক্তি পাবে।  

গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, সে যতটুকু অভিনয় করার সক্ষমতা রাখেন, তার ৫০ শতাংশ এখনও করেননি।  এখনও অনেক কিছু শেখা বাকি। সবসময় চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চেষ্টা করছি।  আমার স্বপ্ন হচ্ছে ভালো অভিনেতা হওয়া, তারকা নয়।  

ইরফান বলেন, ২০২৩ সালের জুলাইতে সিনেমার শুটিং শুরু হয়েছিল।  সিনেমায় তিন মাস কোনও কাজ করিনি, শুধু চরিত্রের ভেতরেই ডুবে ছিলাম।  এটি একজন সাধারণ মানুষের গল্প, যা সহজেই সকলে বুঝতে পারবে।  আমি যেহেতু নাম ভূমিকায় অভিনয় করেছি, তাই চরিত্রটির জন্য বেশ কষ্ট করেছি। এ সিনেমায় একজন বোবা ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন।  তার চরিত্রে কোনও সংলাপ নেই। শুধু সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে চরিত্রটি ফুটিয়ে তুলেছেন তিনি।  এটি একটি বাণিজ্যিক সিনেমা হলেও নির্মাণশৈলী খুবই পরীক্ষামূলক এবং এখানে অভিনয়ের অনেক সুযোগ ছিল। 

২০১৩ সালে ‘ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম’ প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন। এরপর নাটক ও টেলিছবিতে নিয়মিত অভিনয় করেন।  ২০১৬ সালে তার প্রথম সিনেমা ‘মন জানে না মনের ঠিকানা’ মুক্তি পায়।  তারপর থেকে সিনেমাতেও তিনি নিজের জায়গা তৈরি করেছেন এবং ২০২২ সালের শেষের দিকে মুক্তি পায় তার আরেকটি অভিনীত সিনেমা ‘ভয়াল’। এছাড়া তার অভিনীত ‘ফুটবল ৭১’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে,যেটি মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে তৈরি। ছোট পর্দা, সিনেমা ছাড়াও ইরফান সাজ্জাদ ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন।

সম্প্রতি তিনি ‘গ্যাংস্টার ব্রোস’ নাটকে অভিনয় করেছেন, যা বঙ্গ প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। নাটকটি মানবতা, বন্ধুত্ব এবং আত্মত্যাগের গল্প তুলে ধরেছে।  বর্তমানে ঈদ নাটক এবং টেলিছবির কাজ করছেন ইরফান।  তবে তিনি সিনেমা এবং ওটিটি প্ল্যাটফর্মের কাজকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। 

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরফান সাজ্জাদ #অভিনেতা