আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সামনে কোনোভাবেই মাথা নত করবে না ইরান : পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

ইরানকে কোনোভাবেই পারমাণবিক শক্তিধর দেশ হতে দেবে না আমেরিকা। আবারো এমন হুঁশিয়ারি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অপরদিকে ডোনাল্ড ট্রাম্প যতই হুমকি দিক না কেন, ইরান কোনোভাবেই মাথা নত করবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বুধবার (১৫ মে) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে পেজেশকিয়ান বলেন, ট্রাম্প ভাবছেন, মধ্যপ্রাচ্যে স্লোগান দিলে ইরান ভয় পাবে? ইরানিরা ভয় পায় না। শুয়ে মরে যাওয়ার চেয়ে বীর হয়ে শহীদ হওয়া ইরানিদের কাছে অনেক গর্বের।

পেজেশকিয়ান জানান, শান্তিপূর্ণ আলোচনায় তারা রাজি। তবে ভয় দেখিয়ে কিছু আদায় করা যাবে না। সম্মান রক্ষা করেই আলোচনা হতে হবে।

এদিকে মঙ্গলবার (১৪ মে) সৌদি আরবের রাজধানী রিয়াদে বিনিয়োগ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, এই অঞ্চলের জন্য সবচেয়ে "বিধ্বংসী শক্তি" হচ্ছে তেহরান। ইরান যদি চায় তবে এখনো একটি কূটনৈতিক পথ খোলা রয়েছে।

দেশটি "সন্ত্রাস ও বিশৃঙ্খলার" পথেই হাঁটতে থাকলে আমেরিকা "সর্বোচ্চ চাপ" প্রয়োগে বাধ্য হবে বলেও জানান তিনি।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ট্রাম্প #ইরান #যুক্তরাষ্ট্র