আবহাওয়া

দেশের যেসকল অঞ্চলে বজ্রসহ ভারী বৃষ্টির আভাস

আসছে কয়েকদিন দেশের বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এসব অঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী ধরনের বর্ষণ হতে পারে।

পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গাতেও হঠাৎ ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা ৬টা থেকে শুরু করে টানা ৫ দিনের পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। 

পূর্বাভাসে আরও বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের একটি অংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা বৃষ্টিপাতের এ প্রবণতায় ভূমিকা রাখছে।

পূর্বাভাসে জানানো হয়, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেটের বিভিন্ন জায়গায় ভারী বর্ষণ চলতে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামেও কিছু কিছু জায়গায় সাময়িক দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে, তবে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা একটু বেড়ে যেতে পারে।

বর্তমানে নোয়াখালী, ফেনী, পটুয়াখালী, কক্সবাজার, লক্ষ্মীপুর, বান্দরবানসহ খুলনার কিছু জেলায় মৃদু তাপপ্রবাহ বইছে, তবে তা কিছু এলাকায় কমে যেতে পারে।

সামগ্রিকভাবে, দিনে তাপমাত্রা কিছুটা কমতে পারে, রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে বলে আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ঝড় #বৃষ্টি #আবহাওয়া #আবহাওয়া পূর্বাভাস