ক্যাম্পাস

জবিতে আন্দোলন অব্যাহত, কঠোর কর্মসূচির ঘোষণা

নিজেদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাকরাইল মোড়ে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। একইসঙ্গে, শুক্রবার (১৬ মে) জুমার নামাজের পর থেকে গণঅনশনে যাওয়ার কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা শেষে, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছউদ্দীন ‘জবি ঐক্য’র পক্ষ থেকে এই কর্মসূচিগুলো ঘোষণা করেন।

তিনি বলেন, “আমরা সরকারের কাছে আমাদের ন্যায্য দাবি জানিয়েছিলাম। কিন্তু তারা আমাদের ওপর দমন-পীড়ন চালিয়েছে। শিক্ষকদের পিটিয়েছে, শিক্ষার্থীদের মারধর করেছে, এমনকি সাংবাদিকরাও নিস্তার পায়নি। ৩৫ ঘণ্টা পার হয়ে গেছে, এখনও সরকারের পক্ষ থেকে কোনো বার্তা আসেনি।”

এ অবস্থায় প্রতিবাদ আরও জোরালো করতে, ১৪ মে বিশ্ববিদ্যালয়ে ‘কালো দিবস’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবি আদায়ে একসঙ্গে অবস্থান, অনশন এবং সমাবেশ চালিয়ে যাওয়ার ঘোষণা এসেছে আন্দোলনকারীদের পক্ষ থেকে।

শুক্রবার সকাল ১০টা থেকে কাকরাইলে শুরু হবে ‘জবিয়ান সমাবেশ’। এরপর জুমার নামাজ আদায় করে সেখানে থেকেই গণঅনশন শুরু হবে বলে জানিয়েছেন অধ্যাপক রইছউদ্দীন। তিনি সাবেক ও বর্তমান সব শিক্ষার্থীকে এই কর্মসূচিতে যুক্ত হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, তিন দফা দাবি নিয়ে বুধবার (১৪ মে) দুপুরে জবি শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে লংমার্চ শুরু করে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র দিকে যেতে চাইলে কাকরাইলে পুলিশের বাধার মুখে পড়েন। বাধা উপেক্ষা করে এগোতে চাইলে পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড এবং জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত ৫০ জন শিক্ষক ও শিক্ষার্থী আহত হন।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #জবি #আন্দোলন #কাকরাইল