আন্তর্জাতিক

গাজায় একদিনে ১৪৩ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মৃত্যুর মিছিল যেন থামছেই না। রক্তের খুদাও মিটছে না দখলদার বর্বর ইসরাইলি বাহিনীর। আন্তর্জাতিক মহলের তীব্র নিন্দা উপেক্ষা করে গাজায় হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। গেল ২৪ ঘণ্টায় বিমান হামলা চালিয়ে ১৪৩ জন নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী।

বৃহস্পতিবার (১৬ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোর থেকে গাজায় ইসরাইলি হামলায় ১৪৩ জন নিহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাবালিয়া শরণার্থী শিবিরে আল-তাওবাহ ক্লিনিকে হামলায় ১৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, গেল বছরের অক্টোবর থেকে ইসরাইলের হামলায় মোট ৫৩ হাজার ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গেল ২৪ ঘণ্টায় আরও ১৫২ জন আহত হয়েছেন এবং মোট আহতের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৯৯৮ জনে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘ ১৫ মাস হত্যাযজ্ঞ চালানোর পর আন্তর্জাতিক চাপে গেল ১৯ জানুয়ারি দখলদার ইসরাইল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে, গাজা থেকে সেনা প্রত্যাহার নিয়ে মতানৈক্যের জেরে গেল ১৮ মার্চ থেকে দখলদার বাহিনী পুনরায় বিমান হামলা শুরু করে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেই সময় থেকে এ পর্যন্ত ২ হাজার ৮৭৬ জন নিরস্ত্র ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৮ হাজার জন আহত হয়েছেন। 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজা #ফিলিস্তিন #ইসরাইল