কিশোরগঞ্জের ভৈরব থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৯ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবের নাটালের মোড় এলাকায়, ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনে একটি চেকপোস্ট বসানো হয়। সেখানে সন্দেহভাজন হিসেবে দুই নারীকে তল্লাশি করে তাদের কাছে ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, কুমিল্লার দেবীদ্বার থানার বিল্লাবাড়ি গ্রামের বাসিন্দা রিতা আক্তার (২৭),ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার কালিকাপুর গ্রামের বাসিন্দা মারুফা বেগম (৪৮)।
উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ ৭০ হাজার টাকা।
এ ঘটনায় ভৈরব থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটককৃতদের সঙ্গে উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়ায় থানায় হস্তান্তর করা হবে বলে র্যাব জানিয়েছে।
এমএ//