খেলাধুলা

ছয় মাসের নিষেধাজ্ঞায় বসুন্ধরার সাদ

স্পোর্টস ডেস্ক

ছবি: সাদ উদ্দিন/ফেসবুক

ম্যাচ কমিশনার সুজিত ব্যানার্জিকে ধাক্কা মারায় ৬ মাস নিষেধাজ্ঞায় পড়েছেন বাংলাদেশ জাতীয় দল ও বসুন্ধরা কিংসের ফুটবলার সাদ উদ্দিন। তিনি শাস্তি পেতে পারেন, এমন কথা অবশ্য শোনা যাচ্ছিল।

বৃহস্পতিবার (১৫ মে) মধ্যরাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সাদ এর শাস্তির বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ মে কিংস অ্যারেনায় বসুন্ধরা-আবাহনীর ম্যাচে ডিফেন্ডার সাদ ম্যাচ অফিশিয়ালকে ধাক্কা দেওয়ায় আগামী ৬ মাস বাফুফে কর্তৃক আয়োজিত কোনো ধরনের ফুটবলে অংশ নিতে পারবেন না সাদ। সিদ্ধান্তটি হয়েছে ১৪ মে বাফুফের শৃঙ্খলা কমিটির সভায়। সেদিন থেকে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত বাফুফের নিষেধাজ্ঞায় থাকবেন কিংসের সাদ। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানাও দিতে হবে।

সাদকে অবশ্য খুব বেশি ম্যাচ মাঠের বাইরে থাকতে হচ্ছে না। চলতি মৌসুমে বসুন্ধরার আর ৪ ম্যাচ বাকি আছে। এই ম্যাচগুলো খেলতে পারবেন না তিনি। এছাড়াও এই শাস্তির বিপরীতে আপিল করার সুযোগ থাকছে সাদের জন্য।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন #সাদ উদ্দিন #বসুন্ধরা কিংস #নিষেধাজ্ঞা