দুর্ঘটনা

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

বায়ান্ন প্রতিবেদন

ছবি: ইউএনবি

গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের মিল্টন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাটি সম্পর্কে বায়ান্ন টিভি'কে নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ওসি খোন্দকার হাফিজুর রহমান।

নিহতরা হলেন- ট্রাক চালক মাদারীপুর জেলার কালকিনী উপজেলা সদরের জাহিদুল মোল্লার ছেলে শামীম মোল্লা (২৫), বাসের হেলপার রাব্বী মোল্লা (১৭) ও বাসের যাত্রী খুলনা জেলার দাকোপ উপজেলার বানিয়াশান্তা গ্রামের নিরাপদ সরকারের ছেলে মানস সরকার (৪১)।

ওসি খোন্দকার হাফিজুর বলেন, বাগেরহাটের মোংলা থেকে ছেড়ে আসা নিউ বলেশ্বর পরিবহনের বাসটি চট্টগ্রাম যাচ্ছিল। বাসটি দক্ষিণ ফুকরা গ্রামের মিল্টন বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি বলেন, এতে গাড়ি দুটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই ট্রাক ড্রাইভার শামীম মোল্লা ও বাসযাত্রী মানস সরকার মারা যান। এ ঘটনায় আহত হন অন্তত ২১ জন। আর নিহতদের মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করা হয়েছে। পরে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে মারা যান বাসের হেলপার রাব্বী।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ বলেন, বাস-ট্রাকের সংঘর্ষের খবরে আমরা ঘটনাস্থলে যাই। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ও কাশিয়ানী হাসপাতালে পাঠাই। তাদের মধ্যে ২-৩ জনের অবস্থা আশঙ্কজনক ছিল। 

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন #গোপালগঞ্জ #নিহত #দুর্ঘটনা