পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার মাটিয়াপাড়া গ্রাম থেকে দেড় কোটি টাকা দামের একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র্যাব এসময় আবু বক্কর সিদ্দিক (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৫ মে) দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের মাটিয়াপাড়া গ্রামে এক বাড়ি থেকে কষ্টি পাথরের বিষ্ণুমূর্তিসহ তাকে আটক করে র্যাব-১৩ এর সদস্যরা।
আটককৃত আবু বক্কর ছিদ্দীক দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের মাদারের ঝাড় গ্রামের মোবারক শেখের ছেলে।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২, নীলফামারী ক্যাম্পের একটি অভিযানিক দল বৃহস্পতিবার বিকেলে মাটিয়াপাড়া গ্রামের গাধোয়া পুকুর সংলগ্ন মুকুলের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় মূর্তিসহ তাকে গ্রেপ্তার করা হয়। মূর্তিটি দৈর্ঘ্যে ৩২ ইঞ্চি ও প্রস্থে ১৩.৫ ইঞ্চির এবং ৩৩ কেজি ৫০০ গ্রাম ওজনের ছিল। পরে তাকে দেবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জব্দকৃত কষ্টি পাথরের বাজার মূল্য দেড় কোটি টাকা বলে জানা গেছে ।
এমএ//
পঞ্চগড় প্রতিনিধি