খেলাধুলা

প্রোটিয়াদের শেষের রোমাঞ্চের পর সিরিজ জিতলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং এর বিপক্ষে ৩৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করলে টাইগাররা। শুক্রবার (১৬ মে) রাজশাহীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি। দলীয় ২ রানে রিজওয়ান চৌধুরীর উইকেট পড়ে। মফিজুল ইসলাম রবিন ও রায়হান রাফসান মিলে কিছু পথ পাড়ি দেন। যেখানে রাফসান ২০ বলে ১৯ রান করেই ফেরেন। চারে নামা আরিফুল ইসলাম করেন ১১ রান।

ওপেনার রবিনের ব্যাটে ৪৮ বলে ২৬ রান আসে। বাংলাদেশের পক্ষে এরপর ব্যাট হাতে ভালো ইনিংস খেলেছেন আকবর আলী, মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান। তারা যথাক্রমে ৩৮, ৫৮ ও ৪২ রান করেন।

৪৫.৫ ওভারে সব উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২২৫ রান।

এই রান তাড়া করতে গিয়ে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। তবে লড়াই করার মতো সংগ্রহ তাড়া করতে গিয়ে খুব একটা সুবিধা করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। একটা সময় তারা যখন ২২ ওভারে ব্যাট করছে তখন ৯৩ রান সংগ্রহ করতেই ৭ উইকেটের পতন ঘটে।

এরপর অবশ্য একটি জুটি গড়ে ওঠে। পরের উইকেটটির পতন ঘটে ১৪৮ রানে। ফিরে যান তিয়ান ভ্যান ভুরেন, তার ব্যাটে আসে ৩৪ বলে ৪০ রান। অষ্টম উইকেট পতনের পরও জুটি স্থায়ী হয়েছিল। সেপো এনটুলি ও এনকোবানি মোকোনা দলের হাল ধরেন। কিন্তু এনটুলি রাকিবুল হাসানের ডেলিভারিতে ১৭ রানে বিদায় নিলে আর উঠে দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা। তখন দলের রান ১৯০।

পরের ওভারেই ১৯১ রানে গুটিয়ে যায় সফরকারীরা। মোকোনা রানআউটের শিকার হয়েছেন ৩৭ রান করে।

বাংলাদেশের পক্ষে বল হাতে রাকিবুল হাসান সর্বোচ্চ ৪ উইকেট সংগ্রহ করেছেন। মাহফুজুর রহমান রাব্বি ও ওয়াসি সিদ্দিক ২ টি করে উইকেট নিয়েছেন। শেখ পারভেজ জীবন নেন ১ উইকেট।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ ইমার্জিং দল #দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল