খেলাধুলা

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং সিরিজ

সিরিজ জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ইমার্জিং ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল প্রতিদ্বন্দ্বিতা করছে একে অপরের। শুক্রবার (১৬ মে) রাজশাহীতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। ১-১ অবস্থায় থাকা সিরিজটি যারা জিতবে, তারাই সিরিজ নিশ্চিত করবে।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি। দলীয় ২ রানে রিজওয়ান চৌধুরীর উইকেট পড়ে। মফিজুল ইসলাম রবিন ও রায়হান রাফসান মিলে কিছু পথ পাড়ি দেন। যেখানে রাফসান ২০ বলে ১৯ রান করেই ফেরেন। চারে নামা আরিফুল ইসলাম করেন ১১ রান।

ওপেনার রবিনের ব্যাটে ৪৮ বলে ২৬ রান আসে। বাংলাদেশের পক্ষে এরপর ব্যাট হাতে ভালো ইনিংস খেলেছেন আকবর আলী, মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান। তারা যথাক্রমে ৩৮, ৫৮ ও ৪২ রান করেন।

৪৫.৫ ওভারে সব উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২২৫ রান।

এই রান তাড়া করতে গিয়ে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। তবে লড়াই করার মতো সংগ্রহ তাড়া করতে গিয়ে খুব একটা সুবিধা করতে পারছে না তারা। এখন পর্যন্ত ২২ ওভারের খেলা যখন চলছে ৭ উইকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করেছে দলটি।

এমএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ ইমার্জিং দল #দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল