খেলাধুলা

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং সিরিজ

প্রোটিয়াদের বিপক্ষে চার দিনের ম্যাচ ড্র করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

ছবি: বিসিবি

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচটি ড্র করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে দারুণ ব্যাটিংয়ের পরও বাংলাদেশের পক্ষে আসেনি ফলাফল।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। প্রথম ইনিংসে তারা তোলে ৩০৮ রান।

জবাবে ব্যাট করতে নেমে ২৪৩ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। নিজেদের শেষ ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ৮ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। আশিকুর রহমান শিবলী, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও শাহাদাৎ হোসেন প্যাভিলিয়নের পথ ধরেছেন একের পর এক উইকেট হারানোয়।

এরপর আইচ মোল্লার সঙ্গে আরিফুল ইসলাম জুটি গড়ার চেষ্টা করেন। আইচও ফিরে যান ৩২ বলে ১১ রানে। আরিফুল ৬৩ বলে ১৪ রানের ইনিংস খেলে আউট হয়েছেন। অপরাজিত ছিলেন প্রীতম কুমার ২১ রানে ও মঈন খান ১৮ রানে।

বাংলাদেশ দল ৫ উইকেট হারিয়ে ৮৩ রান তোলে, এরপর দুই দলের অধিনায়ক ড্র এর সিদ্ধান্তে আসেন।

সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হবে আগামী ২৭ মে থেকে। ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ ইমার্জিং দল #দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল