আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, ঘরবাড়ি বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

ইন্দোনেশিয়ায় বেংকুলু প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ধসে গেছে প্রায় ১০০ ঘরবাড়ি।

শুক্রবার তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির আবহাওয়া অফিসের মতে, স্থানীয় সময় শুক্রবার রাত ২টা ৫২ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। যার উৎপত্তিস্থল ছিলো বেংকুলু প্রদেশ থেকে ৪৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।  

প্রদেশটির গর্ভর্নর হেলমি হাসান বলেন, ভূমিকম্পে প্রায় ১০০ ঘরবাড়ি ধসে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

 

এনএস/   

এ সম্পর্কিত আরও পড়ুন #ইন্দোনেশিয়া #ভূমিকম্প