আন্তর্জাতিক

মৌরিতানিয়ার সাবেক প্রেসিডেন্টের ১৫ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ার সাবেক প্রেসিডেন্ট মোহামেদ ঔলদ আবদেল আজিজকে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দায়ে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। বুধবার (১৪ মে) এই রায় ঘোষণা করা হয়। 

বৃহস্পতিবার (১৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স

প্রতিবেদনে বলা হয়, ঔলদ আবদেল আজিজ ২০০৮ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। পরের বছর তিনি নির্বাচন দেন এবং সেই নির্বাচনে জয়ী হয়ে মৌরিতানিয়ার প্রেসিডেন্ট হন। ২০১৯ সালে তিনি নির্বাচনের প্রার্থিতা থেকে বিরত থাকেন এবং শান্তিপূর্ণভাবে বর্তমান প্রেসিডেন্ট মোহামেদ ঔলদ ঘাজৌয়ানির কাছে ক্ষমতা হস্তান্তর করেন।

পশ্চিমা বিশ্বের মিত্র হিসেবে পরিচিত মোহামেদ ঔলদ আবদেল আজিজের বিরুদ্ধে প্রথম দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে ২০২১ সালে। ২০২৩ সালে এ সংক্রান্ত এক মামলায় আবদেল আজিজকে ৫ বছর কারাবাসের সাজা দেন মৌরিতানিয়ার নিম্ন আদালত।

রায় ঘোষণার পর ঔলদ আবদেলের আইনজীবীরা উচ্চ আদালতে আপিল করেন। অপরদিকে রায় নমনীয় হয়েছে এমন যুক্তিতে উচ্চ আদালতের শরণাপন্ন হন রাষ্ট্রপক্ষ।

প্রায় ২ বছর পর শুনানি শেষে উচ্চ আদালত ঔলদ আবদেলকে দোষী সাব্যস্ত করে ১৫ বছরের কারাবাসের সাজা দেন।

এমএ// 

এ সম্পর্কিত আরও পড়ুন #মৌরিতানিয়া #মোহামেদ ঔলদ আবদেল আজিজ #দুর্নীতি #কারাদণ্ড