পাকিস্তানে অপারেশন সিঁদুর পরিচালনার পর প্রতিরক্ষা খাতে অতিরিক্ত ৫০ হাজার কোটি রুপি বরাদ্দ বাড়াতে যাচ্ছে ভারত। শুক্রবার (১৬ মে) দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গেলো ১ ফেব্রুয়ারি চলতি ২০২৫-২৬ অর্থবর্ষে প্রতিরক্ষা খাতে ৬ লক্ষ ৮১ হাজার কোটি রুপি বরাদ্দের ঘোষণা দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । যা গেলো ২০২৪-২৫ অর্থ বছরে প্রতিরক্ষা খাতে ৬ দশমিক ২২ লাখ কোটির তুলনায় ৯ দশমিক ২ গুণ বেশি।
সামরিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হচ্ছে, চলতি অর্থবছরে প্রতিরক্ষা খাতে আরও ৫০ হাজার কোটি রুপি যোগ হতে পারে। যা সংসদের শীতকালীন অধিবেশনে পাস হতে পারে। আর এই বরাদ্দ পাস হলে চলতি অর্থবছরে প্রতিরক্ষা খাতে ভারতের বাজেট ৭ লাখ কোটি রুপি অতিক্রম করবে।
বর্ধিত বাজেট গবেষণা, উন্নয়ন, অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্য ব্যবহার করা হতে পারে।
এনএস/