পাক-ভারত উত্তেজনায় পাকিস্তানকে সমর্থন জানিয়েছিলো তুরস্ক। এরই জেরে তুরস্ককে বয়কটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউ)। ফলে তুরস্কে আর হবে না ভারতীয় সিনেমার শুটিং।
সংগঠনটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ শেয়ার করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংঘর্ষের আবহে পাকিস্তানকে সমর্থন ভারতীয় চলচ্চিত্র জগৎ এবং জনগণের অনুভূতিতে গভীর আঘাত হেনেছে। এর প্রেক্ষিতে, তুরস্কে শুটিং সম্পূর্ণ নিষিদ্ধ’ করার সিদ্ধান্ত নিয়েছে এআইসিডব্লিউ।
এআইসিডব্লিউ জানিয়েছে ভারতীয় অভিনয় শিল্পী কোনও সিনেমার শুটিংয়ের জন্য তুরস্কে যাবে না। শুধু সিনেমা নয়, কোনও বিনোদনমূলক অনুষ্ঠানের শুটিংও আর হবে না তুরস্কে বলে সিদ্ধান্ত নিয়েছে এআইসিডব্লিউএ।
পোস্টে আরও লেখা হয়েছে, তুরস্কে কোনও প্রযোজক, প্রযোজনা সংস্থার মাধ্যমে তাদের সিনেমা, টেলিভিশন বা ডিজিটালের শুটিংয়ের তুরস্কে অনুমতি দেওয়া হবে না।’
প্রয়োজনে যে সমস্ত সংস্থার সঙ্গে চুক্তি ছিল তাদের সঙ্গে চুক্তি বয়কট করা হবে। একইসঙ্গে কোনও ভারতীয় পরিচালক বা প্রযোজক যদি বিনা অনুমতিতে তুরস্কে কাজ করতে যান, তা হলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
এমএ//