দেশের পাঁচ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।
শুক্রবার (১৬ মে) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক পোস্ট থেকে এসব তথ্য জানা গেছে।
পূর্বাভাস বলা হয়, এদিন দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ, নেত্রকোণা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও বান্দরবান জেলার কিছু স্থানে ৪৫-৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে ঝড় হতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
পোস্টে বজ্রপাত চলাকালীন সময়ে, ঘরের বাইরে না বের হতে পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া সতর্কতাস্বরূপ, বজ্রপাতের একাধিক শব্দের মধ্যে সর্বশেষ যে শব্দটি শোনা যাবে, সেই সময় থেকে কমপক্ষে ৩০ মিনিট ঘরেই অবস্থান করতে বলা হয়েছে।
এমএ//