খেলাধুলা

আইপিএল খেলবেন মোস্তাফিজ, অনুমতি দিল বিসিবি

স্পোর্টস ডেস্ক

ছবি: ফাইল

বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান আইপিএলে খেলার অনুমতি পেয়েছেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে আগামী ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত খেলতে পারবেন মোস্তাফিজ।

শুক্রবার (১৬ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, সংযুক্ত আরব-আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শুধু প্রথমটিতেই মোস্তাফিজকে পাওয়া যাবে।

বাংলাদেশ দলের সঙ্গে বর্তমানে শারজায় আছেন মোস্তাফিজ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শনিবার (১৭ মে) প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচটি হবে ১৯ মে।

স্থগিত হওয়া আইপিএল শুরু হবে আগামীকাল থেকে। ১৮ মে দিল্লির প্রথম ম্যাচ গুজরাট টাইটান্সের বিপক্ষে। সেই ম্যাচে দিল্লির সঙ্গে থাকবেন মোস্তাফিজ।

এখন পর্যন্ত দিল্লির আর ৩ টি ম্যাচ বাকি আছে। দলটি ১১ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন #মোস্তাফিজুর রহমান #আইপিএল