সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। শুক্রবার (১৬ মে) ভারতের অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারায় লাল-সবুজের যুবারা।
দুই দলের কেউই প্রথমার্ধে গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে গিয়ে ম্যাচের ৭৩ মিনিটে গোল পায় বাংলাদেশ। নাজমুল হুদা ফয়সালের কর্নার থেকে দারুণ এক হেডে দলকে লিড এনে দেন আশিকুর রহমান।
এরপর ৮১ মিনিটে দ্বিতীয় গোল পায় যুবারা। মানিকের দেওয়া পাস থেকে ফয়সাল ব্যবধান বাড়ান। ম্যাচ শেষ হওয়ার আগে ৮৭ মিনিটে সুজন দাঙ্গোল এক গোল পরিশোধ করলে লিড কমায় নেপাল।
টানা দ্বিতীয়বার সাফের ফাইনালে উঠলো বাংলাদেশ। আগের আসরে নেপালকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশের যুবারা।
দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ মালদ্বীপ। ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত ৮ টায়। এই দুই দলের মধ্য থেকে ফাইনালের প্রতিপক্ষ পাবে বাংলাদেশ।
আগামী ১৯ মে ফাইনালে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ।
এমএইচ//