আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব শাখা জাতীয় যুবশক্তি। অ্যাডভকেট মো. তারিকুল ইসলামকে নতুন দলের আহ্বায়ক করা হয়েছে। এছাড়া জাতীয় যুবশক্তির সদস্য সচিব করা হয়েছে ডা. জাহিদুল ইসলামকে এবং মুখ্য সংগঠকের দায়িত্ব দেয়া হয়েছে ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলকে। কমিটির মোট সদস্য ১৩১ জন।
শুক্রবার (১৬ মে) বিকেলে রাজধানীর গুলিস্তানে আওয়ামীলীগের পরিত্যাক্ত কার্যালয়ের সামনে এক সমাবেশের মাধ্যমে আত্মপ্রকাশ করে জাতীয় যুবশক্তি। এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যুবশক্তির নেতা-কর্মীরা অনুষ্ঠানস্থলের সামনের সড়কে জড়ো হতে থাকেন। ঢাকার বিভিন্ন এলাকার পাশাপাশি বাইরের বিভিন্ন জেলার নেতা-কর্মীরাও এই অনুষ্ঠানে এসেছেন।
অনুষ্ঠান শহীদ পরিবারের সদস্য ও আহতদের অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মঞ্চ থেকে যুবশক্তির বৈশিষ্ট্য নিয়ে নানা বক্তব্য দেওয়া হয়। এছাড়া জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারিও (তথ্যচিত্র) দেখানো হয়।
মঞ্চ থেকে ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘চব্বিশের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘বায়ান্নর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ প্রভৃতি স্লোগানের পাশাপাশি যুবশক্তির সাংগঠনিক স্লোগানও দেওয়া হচ্ছে৷ স্লোগানটি হলো ‘বাংলার শক্তি যুব শক্তি, যুব শক্তি জনতার মুক্তি’।
প্রসঙ্গত, গত মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে এনসিপির যুব উইংয়ের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। সেদিনই ঘোষণা দেয়া হয়েছিল ১৬ মে (শুক্রবার)বড় কর্মসূচির মধ্য দিয়ে দেশের মানুষের সামনে ‘জাতীয় যুবশক্তি’ হাজির হবে জাতীয় যুবশক্তি।
আই/এ