তিন বছর ধরে চলা যুদ্ধ বন্ধে তুরস্কে সরাসরি আলোচনায় বসেছে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা। এর আগে শুক্রবার সকালে দুই দেশের প্রতিনিধিরা রাজধানী ইস্তাম্বুলে পৌঁছায়।
বসফরাসের তীরে দোলমাবাহজে প্রাসাদে ওই বৈঠক শুরু হয়েছে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় আলোচনা শুরুর বিষয়টি নিশ্চিত করেছে।
ইউক্রেনের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরোভ ও রাশিয়ার পক্ষে আছেন প্রেসিডেন্ট পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেডেন্সকি। মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত আছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ।
আলোচনায় ইউক্রেনীয় প্রতিনিধিদের অর্ধেকই সেনাবাহিনীর পোশাকে। বিপরীতে রাশিয়ার প্রতিনিধিরা ছিলেন স্যুট পরে।
যুদ্ধ শুরুর পর ২০২২ সালের মার্চে সর্বশেষ সরাসরি আলোচনায় বসেছিল রাশিয়া ও ইউক্রেন। বিশ্লেষকদের মতে, এবারের আলোচনা থেকেও উল্লেখযোগ্য অগ্রগতি নাও আসতে পারে।
বিশেষ করে, মুখোমুখি আলোচনায় বসতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রস্তাব দেয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদোমির জেলেনস্কি। তবে সেই প্রস্তাব প্রত্যাখান করেন পুতিন।
এনএস/