জাতীয়

বোতল নিক্ষেপকারী সেই শিক্ষার্থীকে দাওয়াত দিলেন তথ্য উপদেষ্টা

পানির বোতল ছুঁড়ে মারা শিক্ষার্থী মোহাম্মাদ হুসাইনকে বাসায় আমন্ত্রণ জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। ডিবি অফিসে ওই শিক্ষার্থী ও তার পরিবারের সাথে কথা বলেছেন তিনি। জিজ্ঞাসাবাদ শেষে হসাইনকে ছেড়ে দিয়েছেন ডিবি।

শুক্রবার (১৬ মে) তথ্য উপদেষ্টার ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়,  তথ্য উপদেষ্টার উপর আক্রমনকারী মোহাম্মদ হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছ। ডিবি অফিসে তার সাথে ও তার পরিবারের সাথে কথা বলেছেন তথ্য উপদেষ্টা।

আন্দোলন শেষে তিনি তাকে বাসায় আসার দাওয়াত দিয়েছেন। এর আগে দুপুরে তিনি হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিভাবকদের জিম্মায় হস্তান্তরের অনুরোধ জানিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন আর কয়েক ঘন্টার মধ্যেই জবির সমস্যার সমাধান নিয়ে সরকারের স্পষ্ট রোডম্যাপ জানানো হবে। জবির শিক্ষার্থীদের আবাসন সঙ্কট দ্রুতই সমাধান হোক।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #তথ্য উপদেষ্টা