দেশজুড়ে

বজ্রপাতে তুলার গোডাউনে অগ্নিকাণ্ড

বায়ান্ন প্রতিবেদন

ফরিদপুরের কানাইপুর বাজারে বজ্রপাতের কারণে একটি তুলার গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। শনিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গোডাউনটির অধিকাংশ অংশ পুড়ে যায়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম গণমাধ্যমকে  বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ব্যবসায়ী দিপংকর ঘোষ গণমাধ্যমকে জানান, রাত ৯টার দিকে ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এসময় বাজারের আমির হোসেনের তুলার গোডাউনের পাশের একটি খেজুর গাছে বজ্রপাত হলে তাতে আগুন ধরে যায়।  পরে ওই আগুন গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছনোর আগেই গোডাউনের বেশির ভাগ অংশ  পুড়ে যায়। 

 ফরিদপুর ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনি।  তবে এখন পর্যন্ত আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #বজ্রপাতের #তুলার গোডাউন